ভিডিও

গানের তালে নেচে যুবককে হত্যার আরও দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ০৩:৩০ দুপুর
আপডেট: অক্টোবর ০৭, ২০২৪, ০৩:৩০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  চট্টগ্রামে গানের তালে নেচে শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৬ অক্টোবর) রাতে নগরীর গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান সাগর (২৮) ও শান্ত (২৮)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামি মেহেদী হাসান গরিব উল্লাহ শাহ মাজারের সামনে অবস্থান করছেন। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‘পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই জন শাহাদাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’ - যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট শাহাদাতকে মোবাইলফোনে ডেকে নেন মেহেদী হাসান। পরবর্তীতে তাকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। এর একদিন পর শাহাদাতকে গানের তালে নেচে-গেয়ে পিটিয়ে হত্যা করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS