ভিডিও

ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ

প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ০১:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  রাজধানীর ওয়ারী এলাকায় কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিফ জানান, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি কালী মন্দিরের পাশে হানিফ ফ্লাইওভারের নিচে অচেতন অবস্থায় ওই যুবক পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওয়ারী এলাকা থেকে এক যুবককে অচেতন অবস্থায় রাতে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই যুবকের নাম-পরিচয় পাইনি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS