মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওরম গাজীপুর জেলার কোনাবাড়ীর কদ্দারমোড় এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকচালকের সহযোগী (হেলপার) ছিলেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, তারাবাড়ী এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা হেলপার ওমর নামে নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।