ভিডিও

রংপুরে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৬:০৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে রংপুর জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

রংপুর জাতীয় ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ দপ্তর, রংপুর কৃষি বিপণন অধিদপ্তর এবং রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের গেট সংলগ্ন-অস্থায়ী ডিম বিক্রয় কেন্দ্রে সরকার নির্ধারিত ১১ টাকা ৮৭ পয়সা মূল্যে প্রতিটি ডিম বিক্রি করা হবে।

দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুক্রবার ছাড়া সপ্তাহে ৬দিন ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। জানা যায়, এই কার্যক্রমের আওতায় প্রতিদিন ১০ হাজার ডিম বিক্রি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক তথ্য অফিসার ফাতেমা জান্নাতুল ফেরদৌস সুরভী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS