ভিডিও

ভোলা জেলা আ.লীগের সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৯:৩১ রাত
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০১:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালিত পুত্র ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভোলার সিনিয়র স্পেশাল জজ আদালত।

আজ সোমবার (২১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারি করেন।

ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, সোমবার ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জর্জ আদালতে আবেদন করেন। 

আবেদন শুনানি শেষে বিজ্ঞ আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান।

উল্লেখ্য যে, ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কুপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাচ হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS