ভিডিও

মোহাম্মদপুরে সুপারশপে ডাকাতিতে জড়িত দুইজনকে আটক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১০:২৬ দুপুর
আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ১০:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  মোহাম্মদপুরের বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল আলম (৩২) ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রোববার রাতে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল আলমকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার তথ্য অনুযায়ী তার আরেকজন সহযোগী পরিকল্পনাকারী মজিদকে যৌথবাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের ডাকাতির কথা স্বীকার করে।

ডাকাতি হওয়া সুপারশপের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাতদলের হাতে ধারালো অস্ত্র ছিল।এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।

গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS