মানিকগঞ্জের ডায়াবেটিস হাসপাতালের ভেতরে ঢুকে প্রশাসনিক কর্মকর্তা নাজমিন আক্তারসহ হাসপাতালের সমাজকল্যাণ অফিসার নিতাই কুমারকে মারধর করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হিজুলী এলাকার ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
আহত নাজমিন আক্তার বলেন, দুপুরের দিকে হাসপাতালের নিজ কক্ষে বসে আমি স্টাফদের সঙ্গে কথা বলতেছিলাম। তখন ৩০ থেকে ৪০ জন লোক (মুখোশধারী) এসে আমাকে কিল-ঘুষি দেয় এবং রড দিয়ে মারতে মারতে টেনে-হিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে আসে। পরে পুলিশ ও সেনাবাহিনী আমাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
নিতাই কুমার বলেন, আমি রুমে বসে অফিসিয়াল কাজ করছিলাম। এ সময় মুখোশধারী একদল যুবক আমাকে আওয়ামী লীগের দালাল বলে কিল-ঘুষি মারতে থাকে। আমি কোনো রকমে জীবন নিয়ে অফিস থেকে বের হতে পেরেছি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক ও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও আর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও হাসপাতাল এলাকায় পুলিশ ও আর্মির টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।