ভিডিও

সোনারগাঁয়ে পিকআপ থেকে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ; আটক ২

প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৪, ১০:৫৫ দুপুর
আপডেট: নভেম্বর ০১, ২০২৪, ১০:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মেঘনা চেকপোস্ট এলাকায় পিকআপ থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মৃত আনসার মণ্ডলের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে মো. জিসান (২২)। 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক সাথে থাকা পিকআপের  ব্যাকডালা থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, মাদকের বিরুদ্ধে শুরু থেকেই জিরোটলারেন্স নীতি মেনে কাজ করছি। এরই ধারাবাহিকতায় দুইজন মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS