ফরিদপুর সদর উপজেলায় ইমন জমাদ্দার (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকার সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন জমাদ্দার সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামের আফজাল জমাদ্দারের ছেলে। তার এক ছেলে রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, কৃষক ইমন জমাদ্দার তার জমিতে পেয়াজের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।