ভিডিও

বগুড়ার ধুনটে প্রান্তিক দুই কৃষকের ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৮:৪৮ রাত
আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ০৮:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় জমি বিক্রি ও বন্ধক রাখার কথা বলে প্রান্তিক দুই কৃষকের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পোশাক কারখানার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ওই দুই কৃষক বাদি হয়ে ধুনট থানায় পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের ইজ্জত আলীর ছেলে রেজাউল করিম ও সবুজ মিয়া জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। রেজাউল, সবুজ ও তার মা-বাবা পিরহাটি মৌজায় তাদের দখলীয় নিজস্ব জমি বিক্রি ও বন্ধক রাখার প্রস্তাব করেন।

তাদের প্রস্তাবে রাজী হন একই গ্রামের শুকুর আলীর ছেলে প্রান্তিক কৃষক সুজাবত আলী ও মহরম আলীর ছেলে গোলাম রব্বানী। এরমধ্যে পাঁচ বছর আগে সুজাবত আলীর কাছে ৮৮ শতক জমি বন্ধক রাখার শর্তে স্ট্যাম্পে সই দিয়ে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছেন রেজাউল করিম ও তার পরিবারের লোকজন। পরবর্তীতে তারা শর্ত মোতাবেক সুজাবত আলীকে বন্ধকি জমির শস্য কিংবা লাভ্যাংশ দেন না।

এ অবস্থায় টাকা ফেরত চাইলে রেজাউল ও তার পরিবারের লোকজন সুজাবত আলীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সুজাবত আলী বাদি হয়ে রেজাউল করিমসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অপরদিকে দুই বছর আগে গোলাম রব্বানীর কাছে ৭শতক জমি বিক্রির কথা বলে স্ট্যাম্পে সই দিয়ে প্রায় আড়াই লাখ টাকা নেয় রেজাউল করিম ও তার পরিবারের লোকজন। কিন্তু পরবর্তীতে রব্বানীকে জমি রেজিস্ট্রি করে না দিয়ে তালবাহানা করতে থাকেন।

এ অবস্থায় রব্বানী জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দিলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রব্বানীকে নানাভাবে হয়রানীর পাশাপাশি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় গোলাম রব্বানী বাদি হয়ে রেজাউল করিমসহ একই পরিবারের সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।  
এ বিষয়ে রেজাউল করিমের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার মা তারাবানু খাতুন বলেন, আমিসহ আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS