ভিডিও

মেহেরপুরে ‘হিট স্ট্রোকে’ গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১১:৪৯ রাত
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১১:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে। 

শিল্পি খাতুনের চাচাতো বোন তছলিমা খাতুন জানান, গত কয়েক দিনের মতো  রোববার সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে উঠানে কাজ করার সময় স্ট্রোকে মারা যায়। এর আগে তাপদাহে শিল্পী খাতুন জ্বর এবং বমিতে তিনদিন অসুস্থ ছিল। 
মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, মৃত্যুটি হিট স্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তবে জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে। তীব্র গরমে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে এবং নিজেকে সুস্থ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS