করতোয়া ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শুক্রবার (১৭ মে) বিভিন্নস্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন-
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে দিবসটি পালন উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ মে) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভিন শাপলা, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, চন্দনবাইশা ইউপির চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সাগর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ প্রমুখ।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৭ মে) বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে ২নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভার:) আব্দুস সালাম ভুলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, মোস্তফা জামান বাবু, আবীর হোসেন ফাইন, জগলুল হক ফারুক, জালাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা জালাল, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরন, সাধারণ সম্পাদক সাহিনুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি তানজুল ইসলাম গনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওদু, সহ-সভাপতি সবুজ প্রমুখ।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে দিনটি উপলক্ষে আজ শুক্রবার (১৭ মে) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তৃণমূল ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন শিবলী, আমিনুল হক দুদু, ছামছুল ইসলাম মোল্লা, ছাত্রলীগ নেতা আবু রায়হান প্রমুখ।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ মে) শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক।
সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওই সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহজামাল সিরাজী, আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, মকবুল হোসেন, নাজমুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি সারোওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আওয়ামীলীগ নেতা রবিউল হাসান বাবু, আব্দুল ওহাব, কৃষকলীগ নেতা এমএ মালেক প্রমুখ।
পরে দেশ-জাতি ও বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ পৃথকভাবে দিবসটি পালন করে।
আজ শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মুকুল মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শফি উদ্দিন, আনন্দ কুমার প্রমুখ।
অন্যদিকে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেনের সভাপতিত্বে দোয়াপূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান, মামুনুর রশিদ, রুবেল আহমেদ, দুলাল হোসেন, মিজানুর রহমান, শাহজাহান আলী, আব্দুল হাকিম বকুল, হযরত আলী, শাহ জামাল প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।