ভিডিও

সারিয়াকান্দিতে যমুনার পানি বাড়ছে, নতুন করে ভাঙন সৃষ্টি

প্রকাশিত: জুন ০১, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট: জুন ০১, ২০২৪, ১০:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে। ২৪ ঘন্টায় ৬০ সেন্টিমিটার পানি বেড়েছে। নতুন করে যমুনা নদীর তীরে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন কবলিত এলাকায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।

সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার দুপুরে সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে এ নদীর পানির উচ্চতা ছিল ছিল ১১.২৭ মিটার। গত শনিবার দুপুরে এ নদীর পানির উচ্চতা ছিল ১১.৮৭ মিটার। গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় পানি ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬.৭০ মিটার। তাই পানি এখনো বিপৎসীমার ৪ মিটার ৮৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ থেকে শুরু করে ইছামারা পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় নদীতীরে নতুন করে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এ ইউনিয়নের কামালপুর গ্রামের টিটুর মোড়ে ৫০ মিটার এলাকা নদীতীরে নতুন করে ধ্বসের সৃষ্টি হয়েছে। এখানে সদ্য সমাপ্ত করা সিসি ব্লক ধ্বসে গেছে। এছাড়া এখানে ফেলা জিও ব্যাগগুলোও ধ্বসে গেছে।

এ অবস্থা চলমান থাকলে এ এলাকায় আবারো নতুন করে নদীভাঙন সৃষ্টি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। এখানে যমুনা নদীর ভাঙন অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

কামালপুর গ্রামের হেলাল মিয়া বলেন, তীর সংরক্ষণ কাজ চলমান থাকা অবস্থায় পানিবৃদ্ধিতে সিসি ব্লক এবং জিও ব্যাগ ধ্বসে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে কামালপুর গ্রামের প্রায় ৫শ’ পরিবার পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অতি দ্রুত ভাঙন কবলিত এলাকায় নদীভাঙ্গন রোধে কাজ শুরু করা প্রয়োজন।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। রবিবারের পানির উচ্চতা দেখে বোঝা যাবে পানি কতদিন পর্যন্ত বাড়বে। কামালপুর ইউনিয়নে নদী ভাঙন কবলিত এলাকায় ইতিমধ্যেই আমাদের তীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে। নতুন করে যেসব এলাকায় ধ্বসের সৃষ্টি হয়েছে, সেখানে অতি দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS