ভিডিও

বগুড়ার যমুনা নদীতে ছাগলের চামড়া, গরুর চামড়া পানির দরে

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৮:১৫ রাত
আপডেট: জুন ১৮, ২০২৪, ১১:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে ফেলে দেয়া হয়েছে ছাগলের চামড়া। গরুর চামড়া বিক্রি করা হয়েছে পানির দরে। ট্যানারির মালিকরা গত কয়েকবছর ধরেই চামড়ার দাম দিচ্ছে না বলে এ দরে চামড়া কিনছেন ব্যবসায়িরা।

মেইন সড়কের দু পাশে স্তুপাকারে পরে আছে ছাগলের চামড়া। ব্যবসায়িরা দাম দিয়ে না কেনায় এগুলো ফেলে দিয়ে গেছেন এলাকাবাসী। এসব চামড়াগুলো আবার ব্যাটারি চালিত অটোরিকশা বোঝাই করা হচ্ছে। নিয়ে যাওয়া হচ্ছে যমুনা নদীর পাড়ে। এরপর চামড়া  ফেলে দেয়া হচ্ছে যমুনায়। এ চিত্র বগুড়া সারিয়াকান্দি উপজেলায়। এ উপজেলায় ছাগলের চামড়ার কোনও মূল্য নেই, তাই এ কাজ করছেন ব্যবসায়িরা। ছাগলের চামড়ার পাশাপাশি গরুর চামড়াও বিক্রি করা হয়েছে পানির দামে। এখানে ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেছে, এ উপজেলায় প্রতিটি গাভী গরুর চামড়া বিক্রি হয়েছে প্রতিটি ১০০ টাকা থেকে ১৫০ টাকা দরে এবং প্রতিটি ষাঁড় গরুর চামড়া বিক্রি হয়েছে ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে জানা গেছে, এ বছর এ উপজেলায় ৬ হাজারের বেশি গরু, ১০ থেকে ১২ হাজারের মতো ছাগল এবং ১০০ টির মতো মহিষ কুরবানি হয়েছে।
উপজেলার হাটশেরপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামের শাহজাহান আলী বলেন, একটি গাভী  গরু এবং কয়েকটি ছাগলের চামড়া বিক্রি করতে এনেছিলাম। ছাগলের চামড়া ফেলে দিয়েছি এবং গরুর চামড়া ১০০ টাকায় বিক্রি করেছি। যা বিক্রি হয়েছে তা গাড়ি ভাড়া দিতেই গেলো।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার বিশুর মা বলেন, মসজিদের জামায়াতের চামড়া বিক্রির যে টাকা আমরা সহযোগিতা পেতাম, তা আমাদের মতো গরীবদের বেশ কয়েকদিনের সংসার খরচ চলতো। এখন আমাদের হকের চামড়া যমুনার পানিতে ভেসে যাচ্ছে।
সারিয়াকান্দি চামড়া ব্যবসায়ী সাহাম্মাত করিম বলেন, গত বছর ছাগলের চামড়া কিনে আমার অনেক লোকসান হয়েছে, তাই এ বছর ছাগলের চামড়া কিনছি না। সরকার যদি চামড়ার দাম ভালো দিতো তাহলে আমাদের ব্যবসাও ভালো হতো, অপরদিকে গরীব অসহায় মানুষরাও দু চার টাকা করে পেতো।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, চামড়া নষ্ট না করে লবণ দিয়ে সংরক্ষণের জন্য এলাকাবাসীদের ইতিমধ্যেই সচেতন করা হয়েছে। কেউ যদি চামড়া সংরক্ষণ করতে চান তাহলে তাকে উপজেলা প্রশাসন থেকে লবণ সহায়তা প্রদান করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS