ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক কৃষকের আখক্ষেতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে বিনষ্ট করেছে দৃর্বুত্তরা। এতে কৃষকের প্রায় এক একর জমির আখ বিনষ্ট হয়ে গেছে। উপজেলার পূর্ব রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার ধামইরহাট ইউনিয়নের পূর্ব রঘুনাথপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. আব্দুল মান্নান ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে এ পর্যন্ত চাষাবাদ করে আসছেন। গত বুধবার রাতে জমিতে ক্ষতিকর। কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এতে আব্দুল মান্নানের প্রায় এক একর জমির আখ গাছ বিষ ক্রিয়ায় বিবর্ণ হয়ে পড়ে।
এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয় কৃষক আব্দুল মান্নান। এ বিষয়ে তার ছেলে শফিউল ইসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।