কোর্ট রিপোর্টার : বগুড়া কারাগারের ছাদ ভেঙে পালানোর ঘটনায় পুলিশের হাতে ধরা পড়া চার আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান এই আদেশ দেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর মো. সুজন মিয়া আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো- ফাঁসির দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম, আমির হামজা, জাকারিয়া ও ফরিদ শেখ।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে বগুড়া কারাগারের জাফলং সেলে থাকা ওই চার ফাঁসির আসামি ছাদ ভেঙে পালিয়ে যায়। পরে তাদের ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আজ আদালতে আনা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।