ভিডিও

সিরাজগঞ্জের শাহজাদপুর তিনদিন পর ভেসে উঠল কলেজ ছাত্রের লাশ

প্রকাশিত: জুলাই ০৮, ২০২৪, ০৯:২৭ রাত
আপডেট: জুলাই ০৮, ২০২৪, ০৯:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে তিনদিন পর আজ সোমবার (৮ জুলাই) দুপুরে করতোয়া নদীতে ভেসে উঠল পৌর এলাকার কলেজ ছাত্র মারুফ হোসেনের (১৮) লাশ। পরে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জানা যায়, পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে এবং শাহজাদপুর সরকারি কলেজের ছাত্র মারুফ হোসেন গত শনিবার উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর বালুর ট্রলারে কাজ করার সময় বিদ্যুতের সাথে জড়িয়ে নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এদিন সন্ধ্যায় স্থানীয়রা খোঁজখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি।

স্থানীয় ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান রাজশাহী থেকে ডুবুরি দল এসে দুইদিন ধরে নদীতে সন্ধান করে না পেয়ে ফিরে যায়। পরে আজ সোমবার (৮ জুলাই) সকালে তার লাশ ভাসতে থাকে। এসময় গ্রামের শামসদ আলী নদীতে গিয়ে তার লাশ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, নিহতের লাশটি সিরাজগঞ্জ নৌ-পুলিশ নিয়ে গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS