ভিডিও

জয়পুরহাটে গ্রেপ্তার ৭২, রাত ১০টা থেকে সকাল ৬টা কারফিউ বলবৎ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ১১:০০ রাত
আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ধীরে ধীরে কারফিউ কমিয়ে নেওয়া হচ্ছে। রাত ১০টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। কোটা আন্দোলনকালে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল শুক্রবার ৯ জনসহ এপর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব কিছু স্বাভাবিক হওয়ায় শহরের যানজট আবারও তার চিরচেনা রূপ নিয়েছে।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, কয়েকদিন পর জয়পুরহাটের পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় মানুষ স্বস্তি পেয়েছে। কারফিউ ধিরে ধিরে শিথিল করা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আজও রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জয়পুরহাট জেলা এখন স্বাভাবিক রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘন্টায় ৯জনসহ  এপর্যন্ত ৭২ জন নাশকতায় জড়িতদের  গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS