কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ইসাম উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলাপীর বাসস্ট্যান্ডের কাছে। নিহত অটোচালক ইসাম উদ্দিনের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকায়।
জানা গেছে, বগুড়া থেকে সান্তাহারগামী একটি মাইক্রোবাস উল্লেখিত স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশায় থাকা চালকসহ মোট ছয় যাত্রী গুরুতর আহত হন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোচালক ইসাম উদ্দিন মারা যান। এদিকে এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।