সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিলে পুলিশের গুলিতে স্কুলছাত্র জুলকার নাইন (১৭) নিহত হয়েছে। সে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি জিলা স্কুলের ১০শ্রেণির ছাত্র ও পাবনার সাঁথিয়া উপজেলার স্বরপ-নন্দনপুর গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে।
তার বাবা সাভারের আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলা মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত জুলকার নাইনের বাবা আব্দুল হাই আল হাদী জানান, গতকাল সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগে স্কুলছাত্র জুলকার নাইন বাড়ি থেকে বের হয়ে আনন্দ মিছিলে যায়।
এসময় আশুলিয়ার বাইপাইল নামক স্থানে পৌঁছালে পুলিশ মিছিলে গুলি ছুড়লে জুলকার নাইন গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত এনাশ ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জুলকার নাইনকে সাঁথিয়া উপজেলার স্বরপ গ্রামের আদরীর ধানের চাতালে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।