মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মোকামতলার রামচন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুস কুদ্দুসের দু’টি গরু চুরি হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা ওই কৃষরেক দু’টি গরু চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাফিকুল ইসলাম জানান, দুটি গাভী চুরি হওয়া বিষয়টি তিনি জেনেছেন। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, গরু চুরি সংক্রান্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।