ভিডিও

বগুড়ার ধুনটে সাবেক এমপি হাবিবসহ আ’লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার-৫ আসনে (ধুনট-শেরপুর এলাকা) ৬ বছর আগে সংসদ নির্বাচনে গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

গত সোমবার রাতে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি গ্রামের রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, তার ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইসবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরিফ উদ্দিন খান, ধুনট পৌরসভার সাবেক মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহাসহ ৪৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম মাসুদ রানা (৫০), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এএফএম ফজলুল হক (৫৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি স্কুল শিক্ষক হাসান খসরু নপুরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অন্য আসামিরা হলেন, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। এ ছাড়া এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ২০০-২৫০ জন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরের দিকে নির্বাচনী গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় সাবেক এমপি হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ীর বহরে হামলা চালিয়ে ২টি জীপ গাড়ী, ২টি মাইক্রোবাস ভাংচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় সে সময় থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করলেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দৈনিক করতোয়াকে বলেন, এ মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS