ভিডিও

ছাত্র আন্দোলনে হামলা; রাঙামাটিতে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ০৪:১২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: রাঙামাটিতে শহরের বিভিন্ন এলাকা থেকে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি জেলা যুবলীগের সহ সম্পাদক আবু বক্কর লিটন (মিঠু), জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক মামুন মিন্টু, পৌরসভার ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. মাসুম ও সদর উপজেলা যুবলীগের মো. ইসমাইল। 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় রাকিব হোসেন নামে এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বুধবার তাদের কোর্টে পাঠানো হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS