ভিডিও

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ০৫:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (২২) নামে কলেজছাত্র নিহত হয়েছেন।  

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে।  

তিনি দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন রাকিব। এ সময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন রাকিব। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগিরা পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS