ভিডিও রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি, সৃষ্টি হতে পারে বন্যা

গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি, সৃষ্টি হতে পারে বন্যা

দুই দিনের বৃষ্টি এবং উজানের ঢলে গাইবান্ধার প্রধান চার নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে।

এদিকে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার বিকাল ৩ টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন

এ ছাড়া ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৩৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ২৭ সেন্টিমিটার, করতোয়ার পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, “গত দুইদিন থেকে জেলায় ভারী বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলে জানান পাউবোর এই প্রকৌশলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপাড়া পাথর খনিতে সর্বোচ্চ পাথর উৎপাদন

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা

বগুড়ার সোনাতলায় সাবেক ইউপি চেয়ারম্যান নতুন গ্রেফতার

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন

টিএমএসএস এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রেতা-বিক্রেতা উভয়ের কারণেই দুই যুগ আগে নিষিদ্ধ পলিথিন এখনও বাজারে