ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্সের বগুড়ার ধুনট উপজেলার সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে জিয়া সাইবার ফোর্সের ধুনট উপজেলা কমিটির সভাপতি আল-ইমরান সজল এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ সেপ্টেম্বর সংগঠনের প্যাডে উপজেলা কমিটির দপ্তর সম্পাদক সাকিব উদ্দিন হিরোন স্বাক্ষরিত এক পত্রে সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে ইউনিয়ন কমিটি গুলো বিলুপ্ত ঘোষনা করা হয়।
জিয়া সাইবার ফোর্সের ৩১ সদস্য বিশিষ্ঠ ধুনট উপজেলা কমিটির অধীনের ১০ ইউনিয়নের মধ্যে গোপালনগর, মথুরাপুর, চৌকিবাড়ি, চিকাশি, ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নে কমিটি ছিল। এই ৬টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য দ্রুত সময়ের মধ্যে উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভায় জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটি গঠন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।