ভিডিও

টেকনাফে দেশীয় অস্ত্রসহ তিন দুষ্কৃতকারী আটক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৬:২৯ বিকাল
আপডেট: অক্টোবর ১১, ২০২৪, ১২:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ২৩টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গ্রেপ্তারকৃতরা হলেন– মৌলভী মনির আহমেদ (৫২), মো. সোহেল (২৫) এবং মো. জিয়াউল ইসলাম (২৭)।

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে টেকনাফের কাটাবুনীয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগণ ও জনসাধারণদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপকর্মমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অতঃপর গোপন খবরে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, র‍্যাব সিপিসি-১ এবং টেকনাফ পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন কাটাবুনীয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২৩টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

 
 

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS