ভিডিও

অনৈতিক কর্মকাণ্ড; আ.লীগ নেত্রী লক্ষ্মী সরকারসহ ৪ আটক 

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১২:৪০ দুপুর
আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ১২:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে (৫০) উপজেলার তারাশী গ্রামের একটি ভাড়া বাসা থেকে আটক করেছে পুলিশ। 

এ সময় আরও দুই নারী ও এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। অপর আটককৃতরা হলেন- তৃষ্ণা মোল্লা (২৫), সুমি বেগম (২৮) এবং মহসিন উদ্দিন খান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মী সরকার তাড়াশী গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী সরকারসহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS