স্টাফ রিপোর্টার : বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৪ এর অভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ৮০ পিস টাপেন্টাডল ও ১ কেজি গাঁজাসহ চার কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া এপিবিএন-৪ এর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৮০ পিস টাপেন্টাডলসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া এলাকার মানছুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (২৯) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেউরগ্রাম এলাকার মোজাম ফরিকরের ছেলে মুকুল ফকির(৩২) কে গ্রেফতার করা হয়।
এদিকে এপিবিএন-৪ এর অপর টিম একই সময় ও একই স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতিখাড়া পাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে রমজান আলী (২০) ও একই উপজেলার নওডাঙ্গা কিষমত শিমূলবাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে জীবন (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।