তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার ও বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলমের ছেলে মো. সজীব হোসেন (২২), মৃত মাহমুদ আলীর ছেলে মো. আমজাদ প্রাং(৪০), মৃত নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৪), মো. আদম আলী মোল্লার ছেলে মো. সহিদুল ইসলাম(৩০), মৃত আবুল হোসেনের ছেলে মো. মজনু খা (২৯)।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।