আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির অন্তহার দক্ষিণপাড়ার কায়সার আলী (৬০) নামের ৪০ দিনের কমসৃজন প্রকল্পের এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে কোন আসামির নাম উল্লেখ করা হয়নি।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার দক্ষিণপাড়ার কর্মসৃজন প্রকল্পের শ্রমিক কায়সার আলীর মাথা ও ঘাড়ে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে বাড়ির পাশে মসজিদের সামনে ফেলে রেখে যায়।
পরদিন বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার তদন্তকারি উপ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।