স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাসুম আলী বেগ। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বগুড়া পৌরসভার সভাকক্ষে প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অব্যাহতিপ্রাপ্ত বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান রিপন, প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, প্যানেল মেয়র-৩ শিরিন আকতার, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোবাইদা বেগম, ফারুখ সাখিনা সিখা, হোসনে আরা হাসি, শাহিনুর সানু, মুক্তি বেগম ও মঞ্জুয়ারা মুন্নি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, টাউন প্লানার আল মেহেদী হাসান প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।