ভিডিও

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ১০:০৬ রাত
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১০:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : ‘ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন-  
সারিয়াকান্দি (বগুড়া) : এ উপলক্ষ্যে অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটি’র আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, একাডেমিক সুপারভাইজার মিলন রহমান, আয়োজক সংগঠনের উপদেষ্টা সাহাদত জামান, সভাপতি রাসেদ মিয়া, সাধারণ সম্পাদক আরাফাত রহমান প্রমুখ।

শেরপুর (বগুড়া) : হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ উপলক্ষ্যে সকালে মহাসড়কে যান চলাচলে সচেতনতা বৃদ্ধির জন্য পৃথক দু’টি কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিতে অংশ নেন উপজেলার নির্বাহী অফিসার আশিক খান, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম, উপ-পরিদর্শক আল আমিন, নুর হোসেন, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ। এরপর জেলার শাহজাহানপুর উপজেলায় আরেকটি কর্মসূচির আয়োজন করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাস্প। সেখানে একটি সচেতনামূলক র‌্যালি শেষে লিফলেট বিতরণ করা হয়।


দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির আয়োজনে সকালে এক র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় একটি ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি আফজাল হোসেন নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন, কমিটির উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, প্রধান শিক্ষক আবুল বাসার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজিউর রহমান প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) : এ উপলক্ষ্যে সকালে নিসচা শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মহাসড়কে যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, জিয়াউর রহমান, সজিবুল আলম প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র জয়পুরহাট অফিসের উদ্যোগে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ডা. জুবায়ের আল ফয়সাল, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক কাফিউল ইসলাম মৃধা, জেলা ট্রাফিক সার্জেন্ট জামিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই’র সভাপতি নূরে আলম, সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

বাগজানা (জয়পুরহাট) : এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিমার আরিফা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাজেস চন্দ্র রায়, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS